• Thursday, January 2, 2025

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

  • Feb 28, 2019

Share With

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৯৯তম জন্মবার্ষিকী-জাতীয় শিশু দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা-জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মাসরুফা ফেরদৌস, জেলা আওয়ামীগের সহ-সভাপতি রুহুল আমীন প্রমুখ।

সভায় আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

জাতীয় দিবসগুলো যথাযথভাবে পালনের লক্ষ্যে দিবসগুলোতে র‌্যালী, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে ।