• Thursday, January 2, 2025

চাঁপাইনবাবগঞ্জে ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলনের’ মানবন্ধন

  • Dec 05, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নসহ ৮দফা দাবিতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির সদস্যরা বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. সাজেমান মন্ডল, মো. শরিফুল্লাহ, সভাপতি ব্রক্ষনাথ ঠাকুর বারমা, সম্পাদক দেব সাগর ঠাকুর, স্বপন কুমার দাস, অর্পিতা রানী দাস, পলাশি দত্ত প্রমুখ।

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.মিজানুর রহমান, জাসদের জেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

বক্তারা বলেন, একবিংশ শতাব্দীর এই যুগে শুধুমাত্র জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে এ জনগোষ্ঠির প্রতি বৈষম্য চলে আসছে। কিছু মানুষকে আলাদা করে না রেখে রাষ্ট্র ও সমাজকে মর্যাদার আসনে উন্নীত করার লক্ষ্যে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির জন্য উপযুক্ত কর্মসূচী গ্রহণ করে শিক্ষিত দলিতদের কর্মক্ষেত্রে নিয়োগের জন্য সরকারের প্রতি নীতিমালা প্রণয়নের দাবি জানান।