• Monday, July 15, 2024

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

  • Oct 03, 2018

Share With

স্টাফ রিপোর্টার :  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেছেন বিএনপির অঙ্গ সংগঠন জেলা শাখার নেতাকর্মীরা।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে কোট চত্ত্বর এলাকায় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি মমিনুর রহমান, যুবদলের সভাপতি তাবিউল ইসলাম তারিফ, সাবেক যুবদলের সহ-সভাপতি ওবায়েদ পাঠান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অকিরুল রহমান, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামান বাচ্চু।

সমাবেশে আগামী নির্বাচনী তফসীল ঘোষণার আগেই বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন তারা।

এসময় গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মো. বাইরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল বারেকসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রায় সহস্রাধিক বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মী অংশ নেয়।