• Friday, January 3, 2025

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  • Sep 15, 2024

Share With

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র ও নাগরিক মতবিনিময় সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।  কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রোববার বিকেলে শহরের শহীদ সাটু হলে চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবন্দ এই মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম আসাদ, আব্দুল্লাহ আল মাহমুদ মেহেদীসহ স্থানীয় নেতৃবৃন্দ। এরআগে একই স্থানে আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গেও মতবিনিময় করেন।

সভায় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তরা বলেন, ‘ দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। ভারতের দাসত্ব বাদ নিয়ে এবং শিা, স্বাস্থ্য, প্রশাসনিক, অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে’।

এদিকে সকালে ছাত্র গণআন্দোলনে নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলার দু’ শহীদের কবর জিয়ারত করা হয়।