• Thursday, December 26, 2024

চাঁপাইনবাবগঞ্জে মঈনুদ্দিন মন্ডল ও মিজানুর রহমান স্মরণ সভা-দোয়া মাহফিল

  • Jul 11, 2024

Share With
চাঁপাইনবাবগঞ্জে মঈনুদ্দিন মন্ডল ও মিজানুর রহমান স্মরণ সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫ টায় শহরের নবাবগঞ্জ ক্লাবের হলরুমে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজনে এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মঈনুদ্দিন মন্ডল ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রয়াত অ্যাড. মিজানুর রহমান স্মরণে দোয়া ও স্মরণ সভায়
পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল সভাপতিত্ব করেন।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য ও পৌর মেয়র মো. মুখলেসুর রহমান ।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতনসহ অন্যরা। এছাড়া প্রয়াত দুই নেতার পরিবারের সদস্যরা স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।