• Friday, June 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

  • Dec 05, 2018

Spread the love

চাঁপাইনবাবগঞ্জে বুধবার দুপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে রাজশাহী বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মো. খাইরুল আতাতুর্কসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।