• Monday, July 15, 2024

চাঁপাইনবাবগঞ্জে শাহিবাগে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

  • Jul 26, 2018

Share With

স্টাফ রিপোর্টার :

চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার শাহিবাগে ট্রাকের ধাক্কায় ভূমি অফিসের কর্মচারী আব্দুল হান্নান মারা গেছেন। নিহত হান্নান, শিবগঞ্জ উপজেলার উজিরপুর ভূমি অফিসের পিয়ন এবং সদর উপজেলার বিদিরপুর এলাকার গনকা গ্রামের শামসুদ্দিনের ছেলে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে আঃ হান্নান মোটরসাইকেল যোগে সত্রাজিতপুর যাচ্ছিলেন । এসময় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহিবাগে একইদিক থেকে সোনামসজিদগামী একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় সদর থানা পুলিশ বারঘরিয়া এলাকায় ঘাতক ট্রাকটি আটক করে। তবে চালক পলাতক রয়েছে।