• Friday, June 21, 2024

চাঁপাইনবাবগঞ্জে শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • Dec 10, 2018

Spread the love

চাঁপাইনবাবগঞ্জে শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।

শিশু শিক্ষা নিকেতনের সভাপতি ইকবাল মনোয়ার খান চান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক, শিশু শিক্ষা নিকেতনের সাধারণ সম্পাদক মনিম উদ-দৌলা চৌধুরী, অধ্যক্ষ সুফিয়া সুলতানা প্রমুখ।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সূধিজনরা উপস্থিত ছিলেন।