• Friday, January 3, 2025

চাঁপাইনবাবগঞ্জে স্বাচিফ নেতা ডা. রাব্বানীর নৌকায় ভোট চেয়ে গণসংযোগ

  • Oct 15, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিফ), বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য ডা. গোলাম রাব্বানী নৌকার ভোট চেয়ে গণসংযোগ করেছেন।

সোমবার তিনি চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেট, ক্লাব সুপার মার্কেট, গাবতলা মোড় ও বড় ইন্ডারামোড় এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন উন্নয়ন তুলে ধরে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ তরুন লীগের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সভাপতি আবদুল বাসির, অধ্যাপক নুরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান টিয়া প্রমুখ।