• Tuesday, December 3, 2024

চাঁপাইনবাবগঞ্জে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • Jun 15, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার ব্যবস্থাপনায় ও জেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। বিশেষ অতিথি’র বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেশুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মাতিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের পরিবার পরিকল্পনা দপ্তরের  উপ-পরিচালক ডা. আব্দুস সালাম।

কর্মশালায় স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণ বিষয়ক বক্তব্য উপস্থাপনা করেন এমসিএইচ-সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকার প্রোগ্রাম ম্যানেজার ডা. এ বি এম সামছুদ্দিন আহমেদ।