• Thursday, January 2, 2025

চাঁপাইনবাবগঞ্জে হরিপুর গার্লস স্কুলের সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠান

  • Jan 12, 2020

Share With

চাঁপাইবাবগঞ্জ শহরের হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উৎসব সম্পন্ন হয়েছে।

রোববার আলোচনা, স্মৃতি চারণ, নাচ, গানসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ২ দিনের কর্মসূচি শেষ হয়।

গত শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. একরামুল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. হানুরুর রশীদ।

এ সময় সাবেক কাউন্সিলর ময়েজ উদ্দিন, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির আখতার, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসিনুর রহমান, মমতাজ বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।