• Thursday, October 31, 2024

চাঁপাইনবাবগঞ্জে ২৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতিসভা

  • Sep 13, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে আগামী ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পৌরসভা পার্কে কেন্দ্রীয় পৌর পার্কের মঞ্চে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এ-উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে হুজরাপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলন সফল করতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. খালেদ মাহমুদ চৌধুরী নির্দেশ দিয়েছেন।

প্রস্তুতি সভায় চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেড নজরুল ইসলাম, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন।


আরও উপস্থিত ছিলেন, এ্যাডভোকেড আব্দুস সামাদ বকুল, অধ্যক্ষ মো. আতিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, আলহাজ্ব রফিকুল ইসলাম, মো. তাজিবুর রহমান, কাউন্সিলর জিয়াউর রহমান আরমান প্রমুখ।


সভায় ২৫ সেপ্টেম্বরের কর্মী সভা সফল করতে সদরের ১৫টি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের তৃনমূল নেতা কর্মীদের আহবান জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।