• Monday, April 15, 2024

চাঁপাইনবাবগঞ্জে ২৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  • Jul 23, 2018

চাঁপাইনবাগঞ্জে মহানন্দা নদীতে মাছ ধরার সময় প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল আটক ও পরে তা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, সোমবার সকাল থেকে মহানন্দা নদীর খালঘাট থেকে উত্তরে ১২ কিলোমিটার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৯৫টি কারেন্ট জাল, যা আনুমানিক ২৫ হাজার মিটার লম্বা আটক করা হয়। তবে এই ঘটনায় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। সোমবার দুপুরে মহানন্দা নদীর খালঘাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভ’মি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদুর রহমান মাসুদ, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আমিনুল এহসানের উপস্থিতিতে আটক জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।