চাঁপাইনবাবগঞ্জে ৪৮তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠান
- Jan 12, 2019
স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে চাঁপাইনবাবগঞ্জে ৪৮তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার বিকালে জেলা ষ্টেডিয়ামে জেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুল লতিফের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
অন্যানদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদার রুমি, জেলা সহকারি শিক্ষা অফিসার মো. সাইফুল মালেক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৌফিকুল আলম, ক্রীড়া ব্যক্তিত্ব মো. আব্দুল হান্নান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ব্যাডমিন্টন, বর্ষা নিক্ষেপ, উচ্চ ও দীর্ঘ লম্ফন, চাকতি নিক্ষেপসহ বিভিন্ন খেলায় জেলার ৫টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।