• Friday, January 3, 2025

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি আসনের নির্বাচনী উপকরণ বিতরণ

  • Dec 29, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি আসনের জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রয়োজনীয় উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে।

শনিবার বেলা বেলা ১২টায় আসন ভিত্তিক সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের কাছ থেকে উপকরণগুলো বুঝে নেন সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ চরাঞ্চলের কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা নেয়া হয়েছে। ওইসব কেন্দ্রে যাতে কোনরকম গোলযোগ না হয়, সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।