• Saturday, March 2, 2024

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক কর্মচারী তহবিলের প্রয়াত শিক্ষককে অনুদান প্রদান

  • Sep 15, 2018

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক কর্মচারী তহবিলের প্রয়াত শিক্ষককে অনুদান প্রদান করা হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা শিক্ষক কর্মচারী কল্যান তহবিলের আয়োজনে দেবীনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক কর্মচারী তহবিলের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহামদ নজরুল ইসলাম।

অনুদান প্রদান অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ আসলাম কবীর, সাবেক সাধারণ সম্পাদক আবদুল হান্নান,জেলা শিক্ষা অফিসার আবদুল লতিব,সহকারী শিক্ষা অফিসার মতিউর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকম সাহেদুল আলম পলাশ প্রমুখ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, দেবীনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান। উল্লেখ্য দেবীনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাতাব উদ্দিনের নমিনী তার স্ত্রীর হাতে সকল শিক্ষকের একদিনের বেতন ২ লাখ ৫৯ হাজার ৭৯৪ টাকা ও কল্যাণ তহবিলে তার জমানো টাকা ৬৬ হাজার ৬০০টাকা মিলিয়ে মোট ৩লাখ ২৬ হাজার ৩৯৪ টাকা প্রদান করা হয়।