• Monday, April 15, 2024

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা

  • Sep 07, 2018

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ মনিমুল হক সড়কে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি মো.শরিফুল আলম শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, অধ্যক্ষ আবদুল জলিল, যুগ্ন সাধারণ সম্পাদক দিলীপ হাফিজ, স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট সেন্টারে আওয়ামী লীগের এজেন্ট নির্ধারণ ও সেন্টার কমিটি গঠন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার বিষয়ে আলোচনা করা হয়।