• Saturday, November 9, 2024

চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে ৫ শিশুসহ সন্দেহভাজন একজন আটক

  • Feb 09, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর ভূতপুকুর এলাকা থেকে ৫ শিশুসহ রবিউল ইসলাম নামের সন্দেহভাজন পাচারকারীচক্রের  একজন সদস্যকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিরপুকুর এলাকার চার পরিবারের পাঁচ শিশু নিখোঁজ বলে থানায় অভিযোগ করেন শিশুদের অভিভাবকরা। এরপর পুলিশের কয়েকটি দল অভিযানে নামে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগরের ডালিমবাড়িয়া-ভূতপুকুরের একটি আম বাগান থেকে ওই পাঁচ শিশুসহ রবিউলকে আটক করা হয়।

উদ্ধার হওয়া শিশুরা হলো- পিরপুকুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আব্দুর রহমান (৮), আব্দুল খালেকের ছেলে সেলিম হোসেন (৬), মোহাম্মদ কলিমের ছেলে ইসমাইল হোসেন (৪), নাইমুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (৭) ও কাব্বির হোসেন (৫)।

ওসি জানান,  আটককৃত সন্দেহভাজন পাচারকারীচক্রের সদস্য রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পালশা গ্রামের এনামুল হকের ছেলে। রবিউল ওই এলাকায় নিয়মিত আইসক্রিম বিক্রি করতো। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।