• Saturday, March 2, 2024

চাঁপাইনবাবগঞ্জ শহরের গাবতলা মোড়ে অটোরিক্সা চাপায় শিশু নিহত

  • Aug 03, 2018

চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন গাবতলা মোড়ে অটোরিক্সা চাপায় সানজিদ নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বেলা পৌণে ১২টার দিকে রাস্তা পার হবার সময় একটি অটোরিক্সা সানজিদকে চাপা দিলে সে গুরুতর আহত হয় এবং হাসপাতাল নেয়ার পথেই সে মারা যায়।

নিহত সানজিদ (৭) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামজীবনপুর গ্রামের তোহরুল ইসলামের ছেলে। তারা শহরের হরিমোহন গাবতলা মোড়ে অতিক মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

অটোরিক্সা ফেলে চালক হাসপাতাল থেকে দ্রুত পালিয়ে যায়। সদর মডেল থানা পুলিশ অটোরিক্সাটি আটক করেছে।