• Monday, April 15, 2024

চাঁপাইনবাবগঞ্জ সত্রাজিৎপুরের পানখাকি পাড়ার বাড়ির ভেতর ঢুকে গেল চলন্ত ট্রাক

  • Sep 27, 2018

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ উপজেলার সত্রাজিৎপুর উনিয়নের পানখাকি পাড়ার রাস্তায় বুধবার রাত ২ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশে বাড়ির ভেতর ঢুকে যায়। সৌভাগ্যবসৎ এ-ঘটনায় কেউ হতাহত হয়নি। ড্রাইভার ও হেলপার অক্ষত রয়েছে।

শিবগঞ্জ থানার গ্রাম পুলিশ সদস্য মো. টিপু ও স্থানীয়রা জানান, তন্দ্রাআচ্ছন্ন হবার কারনে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ি ভেঙ্গে রাস্তার এক পাশে উল্টে যায়। টিপু আরও জানান, পাবনা থেকে ছেড়ে আসা ট্রাকটি বন্দরনগর সোনামসজিদ যাচ্ছিল।

তিনি আরও জানান, ১০-১২ দিন ভাবে আরেক টি ট্রাক সরকারের মোড়ে রাস্তার উপর চাকা ভেঙ্গে পড়ে যায়। যা সরাতে প্রায় ৩ দিন লেগেছিল। কাজেই এ-সব দুর্ঘটনা থেকে রক্ষা পেতে যানবাহন রাস্তায় নামার আগে সবকিছু ভালো ভাবে পরীক্ষা কওে নামাই শ্রেয়। এতে রাস্তায় যানবাহন বিকল হবার সম্ভাবনা থাকবে না। চালকদেরকেও আরও সচেতন হয়ে যানবাহন চালাতে হবে।