• Thursday, January 2, 2025

চাঁপাইনবাবগঞ্জ সদরের স্বতন্ত্র (জামায়াত) প্রার্থী বুলবুলের নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • Dec 27, 2018

Share With

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমীর নুরুল ইসলাম বুলবুল ।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আঙ্গারিয়াপাড়ার নিজ বাড়িতে তিনি ইশতেহার ঘোষণা করেন।

নির্বাচনী ইশতেহারে সদর আসনের সকল কাঁচা রাস্তা পাকা চাঁপাইনবাবগঞ্জে গ্যাসলাইন সংযোগ ঢাকা পর্যন্ত আন্তনগর ট্রেন চালুসহ ২৫ দফার ইশতেহাওে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার পাশাপাশি নানমূখি উন্নয়নের কথা তিনি তুলে ধরেন। পাশাপাশি আদিবাসী বা সংখ্যালুঘুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন।

নির্বাচনী ইশতেহার ঘোষাণা সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম।

জোটের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল।