• Friday, December 27, 2024

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পরিবার কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

  • Jan 14, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পরিবার কল্যাণ সমিতির (৫৩ বিজিবি’র অধীনস্ত) উদ্যোগে দুস্থ ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে বিজিবি ক্যাম্প সংলগ্ন বিউগল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিব) অধিনায়ক, লে.কর্ণেল  সাজ্জাদ সারোয়ার (পিএসসি) এর সহধর্মীনী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পুনাম সাজ্জাদ।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পরিবার কল্যাণ সমিতির সদস্য বিলকিস পারভিন, পারভিন আক্তার, ৫৩ বিজিবি’র সহকারি পরিচালক মাহফুজুর রহমান প্রমুখ।

বিজিবি জানায়, ইতোপূর্বে সীমান্ত এলাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অসহায় পরিবারদের মাঝে কম্বল বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।