• Saturday, March 2, 2024

চাঁপাই্নবাবগঞ্জে মহিলা লীগের প্রস্তুতি সভা

  • Sep 22, 2018

স্টাফ রিপোর্টার : 

চাঁপাইনবাগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ ও জেলা যুব মহিলা লীগের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা লীগের সভাপতি মিসেস মার্জনা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক প্রফেসর সুলতানা রাজিয়া, জেলা যুব মিহলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রাজিয়া ও সাধারণ সম্পাদক সান্তনা হক, শরিফা খানুন বেবী, নাসরিন জামাল, জুঁই আকতার প্রমূখ।

আগামী ২৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর চাঁপাইনবাবগঞ্জ সফর উপলক্ষে এসভার আয়োজন করা হয়। এ দিন সকালে চাঁপাইনবাবগঞ্জ ফুড অফিস মোড় সংলগ্ন আম্রকাননে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগ জনসাবেশের আয়োজন করেছে।