• Friday, November 15, 2024

প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের পতাকা উত্তোলন

  • Jan 04, 2019

Share With

ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগের’ ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ পতাকা উত্তোলন কর্মসূচিতে সভাপতি আরিফেুর রেজা ইমন, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ ছাত্রলীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ষিয়াণ রাজনীতিক ও সরকারের জনপ্রশাসন মন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করেছে ছাত্রলীগ। শুক্রবার এবং এর পরবর্তী সব কর্মসূচি স্থগিত করে ছাত্রলীগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী সকল কর্মসূচি স্থগিত করা হলো।শুক্রবার সকালে শুধুমাত্র জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

উল্লেখ্য, ৪ জানুয়ারী ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করেছিল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি।