• Sunday, November 10, 2024

জমকালো অনুষ্ঠানে বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি উন্মোচন

  • Sep 22, 2018

Share With

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হলো আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি। রাজধানীর হোটেল সোনারগাঁয় নাচে-গানে উল্লাসের মাধ্যমে সবার সামনে আনা হয় গোল্ডকাপের ট্রফিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল। এ ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদি এমপি, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি ও কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতগণ। বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, ব্যালে নৃত্য এবং সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমের কণ্ঠে থিম সং অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

আগামী ১ অক্টোবর শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসর। ১ থেকে ৬ অক্টোবর সিলেটে গ্রুপ পর্বের খেলা হবে। ৯ ও ১০ অক্টোবর কক্সবাজারে হবে দুটি সেমিফাইনাল। ১২ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল। ফাইনাল ম্যাচে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ লাওস ও ফিলিপাইন। উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ ও লাওস। ‘এ’ গ্রুপের ৩ দল নেপাল, ফিলিস্তিন ও তাজিকিস্তান। গ্রপ পর্বের ফিকশ্চার

১ অক্টোবর : বাংলাদেশ-লাওস (৬.৩০ মি.)। ২ অক্টোবর : নেপাল-তাজিকিস্তান (৬.৩০ মি.)। ৩ অক্টোবর: লাওস-ফিলিপাইন (৬.৩০ মি.)। ৪ অক্টোবর : তাজিকিস্তান-ফিলিস্তিন (৬.৩০ মি.)। ৫ অক্টোবর : বাংলাদেশ-ফিলিপাইন (৬.৩০ মি.)। ৬ অক্টোবর : ফিলিস্তিন-নেপাল (৬.৩০ মি.)।