• Thursday, December 26, 2024

ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ১১ সাংবাদিক

  • Nov 09, 2024

Share With

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবছর দেশ টেলিভিশনের সহযোগিতায় ৪টি ক্যাটাগরিতে ১০টি পুরস্কারের জন্য ১১জন বিজয়ীকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করেছে।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন , বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হচ্ছে জানিয়ে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সঙ্গে এ আইনের অধীন সব মামলা রহিত (বাতিল) হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন। বক্তব্য রাখেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জুরি বোর্ড চেয়ারম্যান ও ডিআরইউ’র সাবেক সভাপতি এম শফিকুল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সাংগঠনিক সম্পাদক ও অ্যাওয়ার্ড উদযাপন কমিটির আহবায়ক খালিদ সাইফুল্লাহ।

উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সভাপতি সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম আজাদ, মুরসালিন নোমানী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মাসুম, মনির হোসেন লিটন, মসিউর রহমান খান, মাইনুল হাসান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. আসিফ নজরুল বক্তব্যে বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের এমন প্রতিষ্ঠান যেখানে কোন গ্রুপ নাই, একটি মাত্র সংগঠন। এই ডিআরইউ যেন কখনো দুই গ্রুপে বিভক্ত না হয়। আর এখানেই বোধহয় একমাত্র গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে।

তিনি বলেন, স্বৈরাচারী সরকারের আমলে আমরা যখন কোথাও অনুষ্ঠান করার জায়গা পেতাম না তখন ডিআরইউতে আসতে হতো। ডিআরইউ থেকে কখনো না শব্দটি শুনিনি।

তিনি বলেন, অনেক সাংবাদিক নেতারা, যারা সাংবাদিকও না নেতাও না তারা সাধারণ সাংবাদিকদের জিম্মি করে টাকা-পয়সা, বাড়ি-গাড়ি ও ক্ষমতার মালিক হয়েছেন। এ সকল মুখ চেনা ব্যক্তিকে কখনো ডিআরইউ’র নেতৃত্বে আসতে দিবেন না। কারণ তারা সাংবাদিকদের দুঃখ-কষ্ট বুঝবে না। তারা সাগর রুনির হত্যার বিচারের আন্দোলন করতে করতে প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা হতেও তাদের লজ্জা করেননি।

আমরা ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিলের ঘোষণা দিয়েছিলাম। এর অধীনে যত হয়রানিমূলক মামলা রয়েছে- এই অ্যাক্টটা যখন বাতিল করবো সব মামলা তখন রহিত হয়ে যাবে।

উপদেষ্টা বলেন, আমরা প্রচন্ডভাবে সাংবাদিক বান্ধব থাকার চেষ্টা করি। আমি নিজেও সাংবাদিক ছিলাম। এখনো পত্রিকার সাথে যুক্ত থাকি।

তিনি বলেন, আমাদের সরকারের পক্ষ থেকে কোন সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কোন সাংবাদিকদের বিরুদ্ধে আমাদের সরকার মামলা করেনি। কিন্তু যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে সমর্থন করে আন্দোলনকারীদের শক্তভাবে দমনের কথা বলেছিল- সাধারণ জনগণ বিশেষ করে যারা পরিবার হারিয়েছে, সন্তান হারিয়েছে- তারা মামলা করেছে। পেশাগত পরিচয়ের বাইরে আমরা যেন অন্য কিছু হয়ে না যাই।

আসিফ নজরুল বলেন, কেউ যদি গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অবৈধ নির্বাচনকে অব্যাহতভাবে প্রকাশ্যে সমর্থন করে, ফ্যাসিস্ট সরকারকে প্রকাশ্য ভাবে সমর্থন করে তাকে কী সাংবাদিক বলা যায়? এ নিয়ে বিভ্রান্তির অবকাশ আছে বলে আমার মনে হয় না। তবে বেশিরভাগ সাংবাদিকই সত্য ও ন্যায়ের পথে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বক্তব্যে বলেন, রাজধানীর পরিবেশ নিয়ে যত সংবাদ প্রকাশিত হয় তৃণমূল পর্যায়ের সংবাদ ততটা গুরুত্ব পায় না।

এখন সংবাদপত্রে পরিবেশ বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এর পিছনে সাংবাদিকতার অবদান রয়েছে। আমাদের অনেক কাজে তথ্য দিয়ে সহায়তা করে থাকে সাংবাদিকরা। আমাদের গঠনমূলক সমালোচনা করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকতা যদি নির্ভীক ও নিরপেক্ষ না হয় তাহলে দেশে গণতন্ত্র বলেন আর পরিবেশ রক্ষার সংগ্রামই বলেন কোনোটিই সফল হবে না।

সাংবাদিকরা যেন নিরপেক্ষ সাংবাদিকতা নির্ভয়ে করতে পারে সেটা সরকার নিশ্চিত করছে বলে উল্লেখ করেন তিনি।

ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন যারা –
প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দৈনিক প্রথম আলোর মাহমুদুল হাসান নয়ন, দ্বিতীয় ডেইলি স্টারের আহসান হাবীব রাসেল এবং তৃতীয় (যুগ্মভাবে) ফিনান্সিয়াল এক্সপ্রেস এর ফারহান ফেরদৌস ও জসীম উদ্দীন হারুন।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম ডিবিসি নিউজের আদিত্য আরাফাত, দ্বিতীয় নিউজ টাইম বিডির মাসুদ মোস্তাহিদ ও তৃতীয় একাত্তর টিভির পারভেজ নাদির রেজা পুরস্কার পান।

অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন জাগো নিউজ ২৪ ডটকমের ইয়াসির আরাফাত রিপন, দ্বিতীয় ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের ও তৃতীয় জাগো নিউজের তৌহিদুজ্জামান তন্ময়।

মুক্তিযুদ্ধ বিষয়ক রিপোর্টে পুরস্কার পেয়েছেন সমকালের আবু সালেহ রনি।