• Thursday, December 26, 2024

ঢাকাস্থ চকবাজার বণিক সমিতির সদস্যদের সাথে ইঞ্জিনিয়ার মাহতাবের মতবিনিময়

  • Nov 07, 2018

Share With

স্টাফ রিপোর্টার: ঢাকাস্থ চকবাজার বণিক সমিতি, চাঁপাইনবাবগঞ্জের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাস্থ চকবাজার বণিক সমিতির সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মো. আব্দুর রাজ্জাক মেম্বার, জামিল উদ্দিন, কবির হোসেন কালু প্রমুখ।

ঢাকার চকবাজারে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন শতাধিক মানুষ ৩৯টি ব্যবসা প্রতিষ্ঠান সমিতির মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন অত্যন্ত আগ্রহ নিয়ে তাদের কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন শিবগঞ্জ উপজেলায় বিদ্যমান সমস্যা, সমাধান এবং পরিকল্পনা নিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং আওয়ামী লীগের মনোনয়ন পেলে তাঁর পক্ষে রায় প্রদানের আহ্বান জানান।