• Sunday, June 23, 2024

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম

  • Oct 24, 2022

Spread the love

ঢাকা রেঞ্জে ডিআইজি পদে নিয়োগ পেয়েছেন ডিএমপি অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলাম। রবিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখার উপসচিব মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানা গেছে।

সম্প্রতি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান। তার চলে যাওয়া শূন্যপদে নিয়োগ পেলেন সৈয়দ নুরুল ইসলাম।

বলা হয়ে থাকে, রাজনীতিসহ বিভিন্ন কারণে অন্যান্য রেঞ্জের তুলনায় ঢাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এসব বিষয় মাথায় রেখেই এই পদে সৈয়দ নুরুল ইসলামকে আনা হয়েছে।

সৈয়দ নুরুল ইসলাম পুলিশের ২০তম বিসিএসএর কর্মকর্তা। ডিআইজি হিসেবে পদোন্নতি লাভের পর ঢাকার অতিরিক্ত কমিশনার, এর আগে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ ময়মনসিংহ কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন করেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

ঢাকা রেঞ্জে যোগদানের জন্য অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।