• Wednesday, January 15, 2025

ধর্মীয় ভাবগাম্ভীর্যে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত

  • Aug 25, 2018

Share With

মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে বুধবার চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে
ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা।

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিমরা তাদের
অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপন করেছেন। দুয়েকটি স্থানে বৃষ্টিপাত
হলেও পশু কোরবানিতে কোন সমস্যা হয় নি।

ঈদের দিন চাঁপাইনবাবগঞ্জের আবহাওয়া ভালো থাকায়, বিঘ্ন ঘটেনি ঈদ জামায়াত কিংবা পশু কোরবানিতে। সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত শহরের নিমতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে সকলের সাথে নামাজ আদায় করেন নবাগত জেলা প্রশাসক  এ এজ এম নূরুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মঈনুদ্দীন মন্ডল, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনসহ অন্যান্যরা।

অন্যদিকে,  খালঘাট সেন্ট্রাল ঈদগাহ ময়দানে মুসুল্লিরা ঈদের নামাজ আদায় করেন সকাল পৌনে ৮টায়। শাহনেয়ামতুল্লাহ কলেজ, নামোশংকরবাটী হেফজুল উলম মাদ্রাসা ঈদগাহ, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, মাঝপাড়া, টিকরামপুরে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

এদিকে, সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ তাঁর নিজ এলাকা মহারাজপুর ঈদগাহ
ময়দানে ঈদের নামাজ আদায় করেন।

এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. গোলাম রাব্বানী কানসাটের
পুখুরিয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামায আদায় করেন।

শান্তিপূর্ণ পরিবেশে সবস্থানে পালিত হয়েছে ঈদের নামায। কেন্দ্রীয় ঈদগাহসহ সকল
ঈদগাহ ময়দানের আশপাশে  আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত।