• Friday, January 3, 2025

নাটোরে পুলিশি বাধায় রাজপথে নামতে পারেনি বিএনপি

  • Oct 03, 2018

Share With

আলোকিত ডেস্ক :  নাটোরে পুলিশি বাধায় রাজপথে মিছিল-সমাবেশ করতে পারেনি বিএনপি। তবে দলীয় কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সমাবেশ করেছে তারা। সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং বিএনপির নেতা কর্মীদের হটিয়ে দেয়। এতে করে মিছিল করতে পারেনি বিএনপি। বুধবার বিএনপি নেতা-কর্মিরা শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সমানে সমাবেশের জন্য জড় হয়। দলের নেতা কর্মীরা কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এসময় নেতা কর্মীরা কার্যালয়ের ভিতরে গিয়ে অবস্থান নেয়। পুলিশ কার্যালয়ের সমানে সমাবেশ করতে না দেয়ায় কার্যালয়ের ভেতরেই প্রতিবাদ সভা করে তারা। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, শহর সভাপতি এ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সদর থানা সভাপতি রহিম নেওয়াজ , সলডাঙ্গা থানা সভাপতি আবেদুর রহমান তালুকদার প্রমুখ ।

পরে জেলা বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুন্নেছার কাছে স্মারকলিপি প্রদান করে দলের নেতৃবৃন্দ।