• Sunday, December 22, 2024

পথ চলা শুরু সাপ্তাহিক ভোলাহাট সংবাদের

  • Sep 13, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাপ্তাহিক ভোলাহাট সংবাদ পত্রিকার উদ্বোধন করা হয়েছে। এ-উপলক্ষে বর্ণাঢ্যর‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, চেয়ারম্যান ট্রাইবুনাল-১ বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট. মো. ইয়াহিয়া।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট. আব্দুস সামাদ, অ্যাডভোকেট. শাহ জাহান হোসেন, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রির্পোটার মনোয়ার হোসেন জুয়েল, অ্যাডভোকেট. সৈয়দ শাহজামাল, অ্যাডভোকেট ইসমাইল, গোমস্তাপুর উপজেলা কৃষকলীগ সভাপতি শফি আনসারী, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন।

বক্তারা বলেন, ভোলাহাট উপজেলা থেকে এ প্রথম একটি পত্রিকা প্রকাশিত হচ্ছে। পত্রিকাটির ভুল না ধরে যে যার অবস্থানে থেকে সহযোগিতা করে প্রকাশনা অব্যাহত রাখার আহবান জানান। এ সময় পত্রিকার মোড়ক উন্মচন করেন অতিথিবৃন্দ।