• Thursday, May 30, 2024

পল্টনে বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

  • Nov 15, 2018

Spread the love

স্টাফ রিপোর্টার:  ঢাকার পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে গতকাল বুধবার সংঘটিত বিএনপির অরাজকতা-আগুন সন্ত্রাসের প্রতিবাদে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহমেদের সভাপতিত্বে এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চলানায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা.সাইফ জামান আনন্দ, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান পরশ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ হোসেন গালিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের কয়েকশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।