• Friday, January 3, 2025

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৭তম শাহাদাত বার্ষিকী

  • Dec 13, 2018

Share With

১৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৭তম শাহাদাত বার্ষিকী। বিজয়ের মাত্র দু দিন আগে চাঁপাইনবাবগঞ্জকে পাকহানাদার মুক্ত করতে শহরের মহানন্দা নদীর তীরবর্তী রেহাইচরে সম্মুখ যুদ্ধে শহীদ হন বাংলার এ দামাল সন্তান।

পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ প্রাঙ্গনে সামাহিত করা হয়। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের প্রতি সন্মান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে দুটি কলেজ ও মহানন্দা নদীর উপর নির্মিত সেতুর নাম তাঁর নামে নামকরণ করা হয়। এছাড়াও তাঁর শাহাদাত বরণের স্থলে (বর্তমান চাঁপাইনবাবগঞ্জের সড়ক ও জনপথ কার্যালয় চত্বরে) একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার মুক্তিযোদ্ধারা এ দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন তাঁদের রঙ্গনের অগ্রনায়ক ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে।

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে ১৯৪৯ সালের ৮ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলভী আব্দুল মোতালেব হাওলাদার ও মাতার নাম সাফিয়া বেগম।