• Tuesday, November 5, 2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’

  • Sep 05, 2024

Share With

শেখ হাসিনা সরকারের পতনের এক মাস উপলক্ষে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই পদযাত্রা শুরু হয়।

পদযাত্রায় রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ  নেন।

পদযাত্রাটি নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।