• Sunday, June 23, 2024

যুক্তরাষ্ট্রে সিনাগগে গুলি, নিহত ৪

  • Oct 27, 2018

Spread the love

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ইহুদিদের একটি উপাসনালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার সকালে পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরের স্কুইরেল হিল এলাকায় ট্রি অব লাইফ সিনাগগে এ ঘটনা ঘটে বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস এক প্রতিবেদনে ৮ জন নিহতের কথা বলেছে, যদিও পুলিশ চারজন নিহতের তথ্য নিশ্চিত করেছে।

পিটসবার্গ শহরের কর্মকর্তা কার্ট কনরাড জানান, সিনাগগে গুলি চালানোর পর বন্দুকধারী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এবং তাকে মার্সি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কী কারণে ওই ব্যক্তি গুলি চালিয়েছেন বা তার পরিচয় কী, তা তাৎক্ষণিক জানায়নি পুলিশ।

পিটসবার্গ শহরের স্কুইরেল হিল এলাকায় ট্রি অব লাইফ সিনাগগ

আইনশৃঙ্খলা বাহিনীর আরেক সদস্য সিএনএনকে জানান, এ ঘটনায় অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছেন।

পিটসবার্গ জননিরাপত্তা দপ্তর জানায়, বন্দুকধারীর খবর পেয়েই পুলিশ সিনাগগ এলাকা ঘিরে ফেলে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, পুলিশের সোয়াট টিম এলাকা ঘিরে রেখেছে এবং বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও সেখানে উপস্থিত।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর পেনসিলভানিয়ার আদালত চত্বরে বন্দুকধারীর গুলিতে চার ব্যক্তি আহত হন। পরে পুলিশের গুলিতে প্রাণ হারান ওই বন্দুকধারী।