• Saturday, July 27, 2024

রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

  • Jul 16, 2018

Share With

রাজশাহীর আড়ানীতে চিলাহাটী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের সাথে সকল রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
আজ সোমবার রাতে আড়ানী স্টেশন সংলগ্ন চকরপাড়া নামক রেলক্রসিং-এর কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে ঈশ্বরদীগামী একটি আন্ত:নগর ট্রেন আড়ানী স্টেশন সংলগ্ন চকরপাড়া রেলক্রসিং-এ আসছিল। বিপরীত দিকে চিলাহাটী থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস আসছিল। এ সময় গেটম্যান লাল পতাকা দিয়ে সংকেত দিলে তিতুমীর এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি বগি লাইনচ্যুত হয়।
এ বিষয়ে তিতুমীর এক্সপ্রেসের চালক শাহ আলম জানান, বিপরীত দিক থেকে আসা ট্রেনের সংকেত পেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে তা পাই। এ কারণে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে তিতুমীর ট্রেনের পরিচালক আব্দুর রউফ বলেন, রাজশাহী থেকে ঈশ্বরদীগামী ট্রেনের বিষয়ে জানানো হয়েছিল। ঈশ্বরদীগামী ট্রেনটি চারশ’ গজ দুরে থেমেও গেছিল। কিন্তু হঠাৎ করে গেটম্যান লাল পতাকা তুলে ধরলে আমরা ট্রেন থামানোর চেষ্টা করি। কিন্তু তা হঠাৎ করে হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।