• Friday, January 3, 2025

রাজশাহীতে আবারো নৌকার বিজয় হবেই

  • Dec 12, 2018

Share With

ডেস্ক রিপোর্ট : রাজশাহী নগরের ৩০ নং ওয়ার্ডে নৌকার পক্ষে প্রচারণ চালিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুরে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে নৌকার ভোট চান।

এ সময় ভোটারও সিটি করপোরেশনের মত সংসদ নির্বাচনেও নৌকায় ভোট দেয়ার আশ^াস দিয়ে বিজয়সূচক ভি চিহ্ন দেখান। সঙ্গে সঙ্গে মেয়র খায়রুজ্জামান লিটনও বিজয়সূচক ভি চিহ্ন দেখিয়ে ভোটারদের স্বাগত জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন, নগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম তেতু, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ৩০ নং ওয়ার্ড (দক্ষিন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ৩০ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমূখ।

পরে সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শণ করেন। এ সময় তিনি নির্মাণ কাজের উগ্রগতির খোঁজ খবর নেন।