• Friday, January 3, 2025

রাজশাহীতে শহীদ কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামানের মৃত্যুবার্ষিকী পালিত

  • Feb 06, 2019

Share With

রাজশাহীতে শহীদ কামারুজ্জামানের সহধর্মিণী জাহানারা জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সহধর্মিণী জাহানারা জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেল রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা। এ সময় মেয়রপত্নীও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, কাউন্সিলর আব্দুল মোমিন ও আনোয়ার হোসেন আনার, রাসিক সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাসারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে মত্যৃবার্ষিকী উপলক্ষ্য বাদ জোহর এতিমখানায় খাবার বিতরণ করা হয়।  এছাড়া বাদ আসর রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আর বাদ মাগরিব রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহানগর কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।