• Friday, January 3, 2025

রাজশাহীর সমাবেশে থাকছেন না ড. কামাল

  • Nov 09, 2018

Share With

জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহীর জনসভায় যোগ দিতে পারছেন না গণফেরামের সভাপতি ও ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাজশাহী যেতে পারছেন না বলে জানা গেছে।

শুক্রবার বেলা ২টায় রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।

এতে ড. কামাল হোসেনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্ত শারীরিক অসুস্থতার কারণে তিনি জনসভায় যোগ দিতে পারছেন না বলে জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

একাদশ নির্বাচনের তফসিল ঘোষণার পর এটিই প্রথম জনসভা জাতীয় ঐক্যফ্রন্টের। এই সমাবেশ থেকে আগামী দিনে জোটের কর্মসূচি সম্পর্কে একটি বার্তা আসতে পারে বলে মনে করা হচ্ছে।