• Friday, January 3, 2025

রাজশাহী জেলার ৬টি আসনে নৌকার জয়জয়কার

  • Dec 31, 2018

Share With

রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনেই এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীদের জয়জয়কার। রোববার (৩০ ডিসেম্বর) রাত ১১টায় রাজশাহী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী ছয়টি আসনের সবগুলোতে মহাজোট প্রার্থীরা বিশাল ব্যবধানে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট প্রার্থীদের বিপরীতে সহজ জয় পেয়েছে।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে মহাজোট প্রার্থী ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৪৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্যফ্রন্টের ব্যারিস্টার আমিনুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৮ ভোট।

রাজশাহী-২ (সদর) আসনে মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী মিজানুর রহমান মিনু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩২৭ ভোট।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মহাজোট প্রার্থী আয়েন উদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ১১ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী শফিকুল হক মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৮০৬ ভোট।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে মহাজোট প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের আবু হেনা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১৫৭ ভোট।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মহাজোট প্রার্থী ডা. মনসুর রহমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৩৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৬৮৭ ভোট।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মহাজোট প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২ হাজার ১০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে আবদুস সালাম সুরুজ পেয়েছেন ৭ হাজার ৮৭১ ভোট।

রাজশাহীতে এবার মোট ভোটার ১৯ লাখ ৪২ হাজার ৫৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৬৭ হাজার ৭১০ এবং নারী ভোটার ৯ লাখ ৭৪ হাজার ৮৫২ জন। এ জেলায় এবার নতুন ভোটার ১ লাখ ৯৯ হাজার ৯০৫ জন। আর ভোটকেন্দ্র ৬৯৫টি। মোট ভোটকক্ষ ৪ হাজার ১৩৪।

রাজশাহীর ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৫ জন প্রার্থী। এর মধ্যে রাজশাহী-১ আসনে চারজন, রাজশাহী-২ আসনে চারজন, রাজশাহী-৩ আসনে পাঁচজন, রাজশাহী-৪ আসনে চারজন, রাজশাহী-৫ আসনে পাঁচজন ও রাজশাহী-৬ আসনে তিনজন। এর মধ্যে পাঁচটি আসনে নৌকা ও ধানের শীষের প্রার্থী রয়েছে। শুধু রাজশাহী-৬ আসনে ধানের শীষের কোনো প্রার্থী ছিল না।