• Thursday, May 30, 2024

শনিবার চাঁপাইনবাবগঞ্জ মাতাতে আসছেন মমতাজ

  • Sep 25, 2018

Spread the love

স্টাফ রিপোর্টার : অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে আগামী ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হবে উন্নয়ন কনসার্ট। সংস্কৃতি মন্ত্রণালয় এর উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের ডা. আ আ ম মেজবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে এ-কনসার্টটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন দেশ বরেণ্য কন্ঠশিল্পি মমতাজ, আরও থাকবেন ব্যান্ডদল জলের গান, সাব্বির ও নাজু। এ-কনসার্ট আয়োজন উপলক্ষে ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক মতবিনিময় সভার।

সভায়  কনসার্ট এর ইভেন্ট ম্যানেজমেন্ট এর দায়িত্বে থাকা ‘সবুজ বাংলা’ তাদের কনসার্ট কিভাবে, কতক্ষণ, কে পরিবেশন করবেন তা উপস্থাপন করেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, উপ-পরিচালক, স্থানীয় সরকার এবং উপ-পরিচালক, এনএসআই।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, চাঁপা্ইনবাবগঞ্জের সহযোগিতায় ২৯ সেপ্টেম্বর ডা. আ আ ম মেজবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে এ উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হবে।

কনসার্ট উপলক্ষে ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতু সংলগ্ন শিল্পকলা একাডেমির শিল্পিরা প্রস্তুতি নিচ্ছেন।