• Wednesday, January 15, 2025

শাহরুখ খানের পথে হাঁটলেন শাকিব খান!

  • Aug 17, 2024

Share With
বলিউড বাদশাহখ্যাত শাহরুখ খানের মতো এবার ক্রিকেটের মাঠে দেখা মিলবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি দলের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা।
আইপিএলে শাহরুখের মতো বিপিএলে দ্যুতি ছড়াবেন শাকিব খান ( ডানে)।

জানা গেছে, শাকিব খান পরিচালিত প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান বিপিএলের একটি দল কিনেছেন। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।


বিপিএলের একটি দল কিনছেন শাকিব পরিচালিত প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। ছবি: সংগৃহীত

 

জানা গেছে, বিপিএলের একটি দল কিনতে এরইমধ্যে সাইনিং মানিসহ কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন শাকিব।
 
শুক্রবার ( ১৬ আগস্ট) থেকে এ খবর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে। দুর্দান্ত ঢাকা নামে বিপিএলের দলের মালিকানা পেতে চলেছে  প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান।
তবে মালিকানা পাওয়ার পর এ দলের নাম পরিবর্তন হতে পারে বলে শোনা যাচ্ছে। কেননা দুর্দান্ত ঢাকা এর আগে ঢাকা গ্ল‌্যাডিয়েটরস, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা ও সবশেষ ঢাকা ডমিনেটরস নামে ক্রিকেট মাঠে নেমেছিল।
এবার শাকিবের ক্রিকেট দল হিসেবে এ দলের নতুন নাম কী হতে চলেছে তা নিয়ে জল্পনা- কল্পনা শুরু করেছেন শাকিব ভক্তরা।