• Thursday, January 2, 2025

শিবগঞ্জের দাদনচক বিদ্যালয়ের শতবার্ষিকী উপলক্ষে রেজিস্ট্রেশনের উদ্বোধন

  • Nov 21, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনের লক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় চত্বরে শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তার সভাপতিত্বে প্রধান শিক্ষক গোলাম রাব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।

তিনি বলেন- শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পুর্ণ হয় তার জন্য সংশ্লিস্ট সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণের উদ্বোধন ঘোষণা করেন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার, আব্দুল মান্নান, দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন অর রশিদ, বিদ্যালয় প্রতিষ্ঠাতা ইদ্রিস আহমদ মিয়ার পুত্র তৌফিক আহমেদ, রাজশাহী সিটি কলেজের সাবেক শরীর চর্চা বিষয়ক শিক্ষক লোকমান হোসেন, শতবর্ষ উদযাপন কমিটির সহ-সভাপতি তোহিদুল আলম টিয়া, অত্র বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যরা। পরিশেষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।