• Monday, April 15, 2024

শিবগঞ্জে গানপাউডারসহ আটক ২

  • Sep 16, 2018

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকা থেকে ৫০০ গ্রাম গানপাউডারসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুরের মৃত নিয়াজউদ্দিনের ছেলে লতিফুর রহমান (৪৬) ও শেখটোলার মৃত তুরফান শেখের ছেলে আবদুল গফুর (৪৮)।

শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সাড়ে চারটার সময় ছত্রাজিতপুর দোতালা মসজিদের ওযুখানার দক্ষিণ পার্শ্বে থেকে ৫০০ গ্রাম গানপাউডারসহ লতিফুর ও গফুরকে আটক করা হয়। ওসি আরও জানান, নাশকতার জন্য গানপাউডারগুলো মজুদ করে রেখেছিল। তারা দুজন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন পুলিশ। এ-ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।