• Monday, July 15, 2024

সাংবাদিকতা জগতের কিংবদন্তি, দৈনিক ‘সমকাল’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক, বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ার আর নেই…

  • Aug 13, 2018

Share With

সাংবাদিকতা জগতের কিংবদন্তি, সম্পাদক পরিষদের সভাপতি, দৈনিক ‘সমকাল’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক, দেশবরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ার (৭৫) আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন গোলাম সারওয়ার। তিনি হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।

উন্নত চিকিৎসার জন্য ৩ আগস্ট মধ্যরাতে গোলাম সারওয়ারকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরদিন সকালে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে গিয়েছিল। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল। কিন্তু গতকাল রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। সোমবার তিনি মারা যান।

সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

# খ্যাতিমান সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে আমরা ‘দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জ’ পরিবার গভীরভাবে শোকাহত…