• Saturday, November 9, 2024

সিরাজগঞ্জে তিন যুবকের লাশ উদ্ধার

  • Nov 01, 2018

Share With

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ফুলজোড় নদী থেকে দুই যুবক ও রায়গঞ্জ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টা ও বেলা ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, রায়গঞ্জ উপজেলার ব্যাংনাই তেঘরী গ্রামের আব্দুস সামাদের ছেলে ফজলার রহমান ফজল।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, ফুলজোড় নদীতে দুই যুবকের ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করা হয়। দুটি লাশই অর্ধগলিত। লাশ দুটি উজান থেকে ভেসে এসেছে বলে ওসি জানান।