• Friday, January 3, 2025

সোমবার থেকে মনোনয়ন ফরম ছাড়বে বিএনপি

  • Nov 11, 2018

Share With

তিনি জানান, সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলতে পারবেন নির্বাচনে আগ্রহী প্রার্থীরা। মঙ্গলবারের (১৩ নভেম্বর) মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। এছাড়া মনোনয়ন ফরম জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা।

এদিকে জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়ে কোন কোন নিবন্ধিত রাজনৈতিক দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে, এর একটি তালিকা নির্বাচন কমিশনে দিয়েছে বিএনপি। রবিবার বিকাল ৩টার দিকে চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ চিঠি নিয়ে ইসির উদ্দেশে রওনা হন।