• Tuesday, March 5, 2024

২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে শিবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Aug 30, 2018

২০০৪ সালের ২১ শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহতের স্মরণে শিবগঞ্জে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা যুবলীগ

সভায় উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মাসিদুর রহমান। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক

এতে বক্তব্য দেন শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আলী, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,যুবলীগ নেতা ওয়ালিদ, রমজান আলীসহ অন্যরা। এছাড়া শিবগঞ্জ পৌর ইউনিয়ন আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগের নেতাকর্মী আলোচনা সভায় অংশ নেয়