• Friday, September 20, 2024

চলে গেলেন সাবেক সংসদ সদস্য লুৎফুন নেসা মুস্তারী

  • Sep 19, 2024

Share With

চলে গেলেন বিশিষ্ট  শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাবেক সংসদ সদস্য ‘লুৎফুন নেসা মুস্তারী’।  ১৭ সেপ্টেম্বর রাত ১২টার দিকে তিনি রাজধানীর সিএমইচ’এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান! লুৎফুন নেসা মুস্তারি দুইবারের সাবেক সাংসদ (সংরক্ষিত মহিলা আসন-৬, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী) ছিলেন।

কৃতী এই মানুষটি চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় জন্ম নিলেও রাজশাহীতে বসবাস করতেন. ‘লুৎফুন নেসা মুস্তারী’কৃতি পরিবারের সন্তান। শিক্ষানুরাগী ও সমাজসেবী, চাঁপাইনবাবগঞ্জ আলিয়া মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ‘কশিমুদ্দিন আহমেদ’ এর কন্যা।

বিশিষ্ট আইনজীবী, রাজনীতিক-সমাজসেবী, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা-সভাপতি ‘সুলতানুল ইসলাম মনি’ তাঁর বড় ভাই। তাঁর আরেক বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ‘সিরাজুল ইসলাম বুলবুল’ এবং ছোট ভাই ‘শরিফুল ইসলাম বাবলা’ ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। তিনি বিয়ে করেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক  এ্যাডভোকেট একলাখ হোসেনকে।

ছাত্র ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জের প্রথম সভানেত্রী ছিলেন ‘লুৎফুন নেসা মুস্তারী’। দীর্ঘ ২৬ বছর রাজশাহীর গোদাগাড়ী ডিগ্রী কলেজে শিক্ষকতা করেছেন। এমপি থাকাকালীন (১৯৯১-২০০৬) রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের নারী জাগরণে, নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বেশ কয়েকটি গ্রন্থও রচনা করেন। নতুন ধারার গবেষণাধর্মী-সেবামূলক প্রতিষ্ঠান ‘আলোকিত চাঁপাইনবাবগঞ্জ ফাউন্ডেশন’ এর তিনি ছিলেন উপদেষ্টা সদস্য।

দুপুরে জানাযা শেষে বনানী গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি  ছেলে মুসাররাত হোসেন চন্দন ও মেয়ে নুসরাত আফরিন সুমনা, মেয়ে জামাই, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকাহত  চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন।