• Saturday, December 21, 2024

আওয়ামী লীগের প্রতি যে বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Aug 12, 2024

Share With

আজ সোমবার (১২ আগস্ট) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়ে সাম্প্রতিক সহিংসতায় আহত আনসার সদস্যদের খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অন্তবর্তী সরকারের এই উপদেষ্টা।

আওয়ামী লীগের নেতাদের অনুরোধ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এই দেশের জনগণ এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি, আপনারা আপনাদের পার্টি পুনর্গঠন করেন। এই পার্টির অনেক অবদান আছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেছেন, ‘আওয়ামী লীগের অনেক অবদান আছে দেশের জন্য। সেজন্য দল গোছান। প্রতিবিপ্লব করতে চাইলে হাজার হাজার লোকের রক্ত বয়াতে হবে। আপনারা দল পুনর্গঠন করুন, মারামারি না। আমরা আর কোনো মরদেহ চাই না।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘আওয়ামী লীগের অনেক অবদান আছে বাংলাদেশে। এটা আমরা অস্বীকার করতে পারি না। একটি রাজনৈতিক দল যেভাবে থাকে, সেভাবে এটিকে পুনর্গঠন করুন। নির্বাচন আসলে লড়বেন, জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই দেশের লোক এত তাড়াতাড়ি ভোলে নাই। একটু সময় দেন ভুলে যাবে। কারণ যাকে ধরছিলেন নেতা, তিনিও পালিয়ে বেড়াচ্ছেন। যাকে জনগণ ধরছে, তাঁকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকেই বাঁচিয়েছে, আমরা জানি। আমরা জানি কে কোথায় আছে। এগুলো না করে, আপনারা পার্টিকে পুনর্গঠন করুন।’

অন্তবর্তী উপদেষ্টা বলেন, ‘এ দেশের প্রধান পার্টি একরকম আওয়ামী লীগ। একসময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। বায়ান্নোর আন্দোলন, ঊনসত্তরের গণআন্দোলন, স্বাধীনতা—এসব ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না। এটা আমাদের জাতীয় সম্পদ।’

আওয়ামী লীগকে হুঁশিয়ার করে এই উপদেষ্টা বলেন, ‘দল পুনর্গঠন করেন সমস্যা নাই, তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না।’